১৭৫৭ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত নানামুখী আন্দোলনে আলেমরা কীভাবে কাজ করেছেন তার কিছু কিছু তথ্য পাঠক পাবেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। মুক্তিযুদ্ধে আলেমদের রক্তও মিশে আছে এদেশের চিরসবুজ ঘাসের মধ্যে। ড. মোহাম্মদ হাননান, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম প্রধান লেখক, তিনি কি মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস লিখেছেন ? না। ড. হাননান ইতিহাসের এড়িয়ে যাওয়া অংশগুলো শুধু জোড়া লাগিয়েছেন।
© Copyright 2025 eBookari.com , All Right reserved.