মুক্তির মন্দির সোপানতলেকত প্রাণ হলো বলিদান,লেখা আছে অশ্রুজলে।কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,বন্দিশালার ঐ শিকলভাঙাতারা কি ফিরিবে আর সুপ্রভাতে ?যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।যারা স্বর্গগত তারা এখনো জানে,স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমিএসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি,সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,মৌন মলিন মুখে জাগালো ভাষা ।সেই রক্তকমলে গাঁথা মালাখানি,বিজয় লক্ষ্যে দেব তাদেরই গলে॥—মোহিনী চৌধুরী
© Copyright 2025 eBookari.com , All Right reserved.