ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বাংলা গদ্যের পদযাত্রা এমন কিংবদন্তী প্রচলিত ছিলো দীর্ঘকাল। এখন দেখা যাচ্ছে আঠারো শতকে গদ্যে সাহিত্য রচিত হয়নি, ঠিকই, কিন্তু গদ্যের ভিত্তি বেশ মজবুত হয়ে উঠেছিলো। এমনকি, একাধিক রীতির গদ্য নির্মিত হয়েছিলো। মোট কথা, আঠারো শতকেই বাংলা গদ্য কাজ চালানোর জন্যে সাবলম্বী হয়ে উঠেছিলো। সেই বাংলা যে কতো ব্যাপকভাবে লিখিত হয়েছিলো, সে সম্পর্কে এখনো অনেকের ধারণা নেই।...
© Copyright 2025 eBookari.com , All Right reserved.